
পাবলিক ভয়েস: চাঁদ দেখা নিয়ে কিছুক্ষণের মধ্যে আবারও ব্রিফিং করবেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। কিছুক্ষণের মধ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ে ব্রিফিং করবেন ধর্মপ্রতিমন্ত্রী।
এর আগে বাংলাদেশের আকাশে কোথাও শাওয়ালের চাঁদ দেখা না যাওয়া আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরের ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আজ ঈl উদযাপিত হয়েছে। ভারত-পাকিস্তানেও কাল ঈদ হচ্ছে। ফলে বাংলাদেশে চাঁদ দেখা যাওয়া নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা গুঞ্জন।
মাদারীপুর ও লালমনিরহাটে কেউ কেউ চাঁদ দেখা যাওয়ার দাবিও করছেন। এসব নিয়েই কিছুক্ষণের মধ্যে ব্রিফিং করবেন জাতীয় চাঁদ দেখা কমিটিরি চেয়ারম্যান ও ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
/এসএস