
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটররে বন্দুকধারীর হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২ জন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় নর্দার্ন টেরিটরির ডারউইনে একটি মোটেলে এই হামলা চালায় বন্দুকধারী।
ডারউইনের উলনারে সন্ধ্যা ৬টার আগে ওই মোটেলে গোলাগুলি শুরু হয়। সন্দেহভাজন হামলাকারীকে ধরতে পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে। হামলাকারীকে সশস্ত্র এবং বিপজ্জনক বলে উল্লেখ করেছে পুলিশ।
নর্থ টেরিটরির পুলিশ সুপার লি মরগান দেশটির সংবাদ মাধ্যম নিউজডটকম অস্ট্রেলিয়াকে বন্দুক হামলায় চারজনের নিহতের তথ্য নিশ্চিত করেছেন। আরো দু'জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
মরগান বলেন, গুলিতে আরো কেউ মারা গেছেন কিনা তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে।
প্রত্যক্ষদর্শী জন রোস বলেন, আমরা বন্দুকধারীকে হোটেলে হেঁটে যেতে যেতে অন্তত ১০ বার গুলি ছুঁড়তে দেখেছি। পরে হামলাকারী তার ট্রাকে চড়ে পালিয়ে যান।
/এসএস