
পাবলিক ভয়েস: আগামীকাল মঙ্গলবার (৪ জুন) সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। সোমবার এসব দেশের আাকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার ঈদ উদযাপন হবে বলে দেশগুলো ঘোষণা দিয়েছে।
সৌদি আরব, কাতার, মালয়েশিয়ায় ইতোমধ্যে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। যদিও সোমবার বিকেলে মালয়েশিয়া, সংযুক্ত আব আমিরাত, ইন্দোনেশিয়া ও পাবিস্তান থেকে বলা হয় মঙ্গলাবার চাঁদ দেখা যাবে এবং আগামী বুধবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। কিন্তু ইতোমধ্যেই মালয়েশিয়া, সৌদি আরব ও কাতারে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
কাতার, মালয়েশিয়া এবং সৌদি আরব থেকে আমাদের প্রবাসী প্রতিনিধিরা চাঁদ দেখার কথা জানিয়েছেন। সেই হিসেবে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল মঙ্গলবার চাঁদ দেখা সাপেক্ষে বুধবার ৫ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
/এসএস