লামিচানের প্লাস পয়েন্ট হলো দুই হাতে একই একশনে বল করতে পারা। লেন্থ, লাইন, গুগলি, গতি সব রতে পারে সমানে। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়ারল্যান্ডের বিপক্ষে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে হ্যাট্রিক করেন।
নয়ন চৌধুরী, ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে চান নেপালি লেগ স্পিনার সন্দীপ লামিচানে। শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেট নয় বিশ্বকাপ খেলতে চান নেপালের এই উঠতি তারকা।
সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন নেপালী এই লেগ স্পিনার। তিনি হয়তো বাংলাদেশের খেলার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিবেন। তারপর দেখার বিষয় বাংলাদেশ সরকার ও বিসিবি কী বলে।
নেপালি লেগস্পিনার সন্দীপ লামিচানে ইতিমধ্যেই নেপাল জাতীয় দলের নিয়মিত সদস্য হয়ে খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট। তাছাড়া বিশ্ব একাদশ, আইপিএল (ভারত), বিপিএল (বাংলাদেশ), সিপিএল (ওয়েস্ট ইন্ডিজ), বিবিএল (অস্ট্রেলিয়া), পিএসএলে (পাকিস্তান) খেলেছেন এবং সব টুর্নামেন্টে তার বোলিং দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন।
আইপিএলে গত বছর দিল্লি দেয়ারডেভিলসের হয়ে খেলেছেন। দিল্লি এবার নাম পরিবর্তন করে দিল্লি ক্যাপিটাল হলেও লামিচানের ব্যাপারে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেনি। এবার তারা লামিচানকে রেখেছে দলে। বিপিএলে খেলেছেন সিলেট সিক্সার্স।
এদিকে বাংলাদেশের একজন লেগস্পিনার দলে নেওয়ার জন্য মরিয়া হয়ে আছে। কিন্তু জুবায়ের, তানভিরদের সুযোগ দিয়েও কোনো ফায়দা তুলতে পারেনি বাংলাদেশ। বর্তমানেও বাংলাদেশ লেগ স্পিনার তুলে আনার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
[caption id="attachment_34881" align="aligncenter" width="561"] দুই হাতে সমান দক্ষতায় বল করতে পারেন লামিচানে[/caption]
লামিচানের প্লাস পয়েন্ট হলো দুই হাতে একই একশনে বল করতে পারা। লেন্থ, লাইন, গুগলি, গতি সব রতে পারে সমানে। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়ারল্যান্ডের বিপক্ষে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে হ্যাট্রিক করেন।
৫ম স্থান নির্ধারনী প্লে-অফ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫৩ রানে ৩ উইকেট এবং ৭ম স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ৩৫ রানে ৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের ২য় সেরা উইকেট শিকারি হন সন্দীপ ।
এরপর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক তাকে সিডনির স্থানীয় একটি ক্লাবে খেলার আমন্ত্রণ জানান। ২০১৭ সালের এসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মালয়েশিয়ার বিপক্ষে ৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন।
সন্দীপের জন্ম নেপালের সাজ্জা জেলার নয়ানগড়ে। ২০০২ সালে ২ আগস্ট জন্ম নেয়া এই তরুণের রয়েছে আইসিসি স্বীকৃত ঈর্ষণীয় আন্তর্জাতিক ক্যারিয়ার।
আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৬ ম্যাচ খেলে উইকেট তুলে নিয়েছেন ১৫টি। টি-টোয়েন্টিতে ৫ ম্যাচে তার জুলিতে রয়েছে ৫ উইকেট। এছাড়াও আইপিএলে আছে ৯ ম্যাচে ১৩ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে বেশি করে প্রমাণ করার জন্যই লামিচানে হয়তো খেলতে চান বাংলাদেশের হয়ে। নিজের কাছের প্রতিবেশি বাংলাদেশকে বেছে নিয়ে হয়তো ভুল করেননি লামিচানে।
কারণ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা হন্যে হয়ে এমনই একজন লেগ স্পিনার খুঁজছেন দেশের হয়ে লড়ার জন্য। দেখা যাক বিসিবি লামিচানেকে নিয়ে কী ভাবে।
(সম্পাদনা ও সংযোজন শাহনূর শাহীন)
/এসএস/