
আলোচিত-সমালোচিত সঙ্গীত শিল্পী মিলার সাবেক স্বামী পাইলট পারভেজ সানজারীর শরীরে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার (২ মে) রাত ৮টার দিকে তাদের উত্তরার বাসা থেকে কিছুটা দূরে কে বা কারা তার গায়ে এসিড নিক্ষেপ করে। বিষয়টি নিশ্চিত করেছেন পারভেজের ছোট ভাই এস এম আর রহমান।
এ ঘটনায় সানজারির হাতের কিছুটা অংশ পুড়েও গেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।
পারভেজের ভাই এম আর রহমান জানান, রাজধানীর উত্তরার বাসা থেকে কিছুটা দূরে এক মটরসাইকেল আরোহী সানজারীর পথরোধ করে। মোটরসাইকেলে আসা ব্যক্তি তার শরীরে এসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে তার দু’হাতের কিছু অংশ পুড়ে যায়।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢামেকে বার্ন ইউনিটে ভর্তি করে। এখন সেখানেই চিকিৎসা নিচ্ছেন সানজারী।
এদিকে পারভেজ সানজারী জানান, গত এক বছর আগে মিলার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। এর পর থেকে বিভিন্ন সময় তাকে হুমকি দিচ্ছেন মিলা। তিনি ধারণা করছেন, মিলার ইশারাতেই তাকে এসিড নিক্ষেপ করা হয়েছে।
/এসএস