স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রানের ফোয়ারার দিকেই যেন ছুটছে বাংলাদেশ। ওভালে টসে জিতে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকান দলপতি ফাফ ডু প্লেসিস।
প্লেসিসের সিদ্ধান্তকে যেন বুড়ো আঙুল দেখিয়ে খেলেছেন বাংলাদেশী ব্যাটসম্যানরা। ব্যাটিংয়ে নেমে মাত্র ১৬ রানে তামিম ইকবাল আউট হয়ে সাজঘরে ফিরলেও শুরুটা খারাপ হয়নি।
প্রথম উইকেটের জুটি ভাঙে ৬০ রানের মাথায়। ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান। এরপরই আউট হওয়ার আগে ৩০ বলে ৪২ রান করেন সৌম্য সরকার। দলীয় রান তখন ৭৫।
এবার সাকিবের সঙ্গে এসে জুটি বাঁধেন মুশফিকুর রহিম।ইমরান তাহিরের বলে বোল্ড হওয়ার আগে সাকিব করেন ৮৪ বলে ৭৫ রান। মুশফিক তখনো এক প্রান্ত ধরে খেলতে থাকেন। এরইমধ্যে ২১ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন মোহাম্মদ মিঠুন।৭৮ বলে ৮০ রান করে মুশফিক আউট হলে রানের চাকা কিছুটা স্থির হয়ে যায়।
দ্রুত এসে ২০ বলে ২৬ রান করে আউট হন মোসাদ্দেক হোসেন। শেষদিকে রানের চাকা উর্ধগতিতে তোলেন মাহমুদ উল্লাহ রিয়াদ। সাবেক এই দলপতি করেন ৩৩ বলে ৪৬ রান। থাকেন অপরাজিত। অপরপ্রান্তে ৩ বলে ৫ রান নিয়ে ছিলেন মেহেদি হাসান মিরাজ।
সবশেষে ৫০ ওভার ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান তোলে টাইগাররা। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে খেলতে হবে ৩৩১ রানের টার্গেটে।
দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্দ্রে ফেলহুকওয়েও, ক্রিস মরিস ও ইমরান তাহির ২টি করে উইকেট নেন।
/এসএস