স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রানের ফোয়ারার দিকেই যেন ছুটছে বাংলাদেশ। ওভালে টসে জিতে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকান দলপতি ফাফ ডু প্লেসিস।
প্লেসিসের সিদ্ধান্তকে যেন বুড়ো আঙুলই দেখিয়ে চলেছেন বাংলাদেশী ব্যাটসম্যানরা। ব্যাটিংয়ে নেমে মাত্র ১৬ রানে তামিম ইকবাল আউট হয়ে সাজঘরে ফিরলেও শুরুটা খারাপ হয়নি।
প্রথম উইকেটের জুটি ভাঙে ৬০ রানের মাথায়। ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান। এরপরই আউট হওয়ার আগে ৩০ বলে ৪২ রান করেন সৌম্য সরকার। দলীয় রান তখন ৭৫।
এবার সাকিবের সঙ্গে এসে জুটি বাঁধেন মুশফিকুর রহিম। ৭৫ পেরিয়ে ইতোমেধ্য ২০০ টপকে গেছে বাংলাদেশ। এরিপোর্ট লেখার সময় সাকিব ৭৯ বলে ৭০ এবং মুশফিক ৬৫ বলে সমান ৭০ রান নিয়ে মাঠে আছেন।
অর্থাৎ ৩৪ ওভার শেষে দলীয় রান ২১৫।
/এসএস