
জাতীয় ঈদগাহে একসঙ্গে এক লক্ষ মুসুল্লি নামাজ আদায় করতে পারবে। এছাড়া ওপাঁচ হাজার মহিলা নামাজে অংশ নিতে পারবে।
নগর প্রতিবেদক: চাঁদ দেখা সাপেক্ষে ঈদের প্রধান জামাত ঈদের দিন সকাল ৮.৩০ টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে।এছাড়া আবহাওয়া অনুকুলে না থাকলে বায়তুল মোকাররমে সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ার মোহাম্মদ সাঈদ খোকন।
রোববার সকালে সাড়ে ১১টায় জাতীয় ঈদগা মাঠের সর্বশেষ প্রস্ততি সরেজমিন পরিদর্শনকালে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
জাতীয় ঈদগাহে ঈদের নামাজের সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়ে তিনি জানান, জাতীয় ঈদগাহে এক সঙ্গে দেড় থেকে দুই হাজার মানুষের অজুর ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে টয়লেটের ব্যবস্থাও রয়েছে। যদি স্থান সংকুলান না হওয়ার কারণে সামনের রাস্তায় নামাজ আদায় করতে হয় সে জন্য রাস্তুায় চাদর বিছানোর ব্যবস্থা করা হয়েছে। এতে প্রয়োজনীয় মাইক, সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি আরো বলেন, মুসল্লিদের জন্য বিনামূল্যে নিরাপদ পানির বোতলের ব্যবস্থা করা হয়েছে। যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তার জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। ঈদগাহের নিরাপত্তার দায়িত্বভার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি জানান, জাতীয় ঈদগাহে একসঙ্গে এক লক্ষ মুসুল্লি নামাজ আদায় করতে পারবে। এছাড়াও পাঁচ হাজার মহিলা নামাজে অংশ নিতে পারবে।
এছাড়া নিরাপত্তা তল্লাশির কারণে কেউ যাতে ঈদগাহের বাইরে না থেকে যায় সে জন্য প্রবেশ পথের মুখ বাড়ানোসহ দ্রুত নিরাপত্তা তল্লাশি শেষ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র সাঈদ খোকন।
/এসএস