জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার মার্টিন গাপটিল ও কুলিন মুনরো দলকে জয়ের বন্দরে পৌঁছেই মাঠ ছাড়েন। গাপটিল ৫১ বলে ৭৩ এবং মুনরো ৪৭ বলে ৫৮ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কারর বিপেক্ষে ১০ উইকেটের বিশাল জয় পেলো নিউজিল্যান্ড।শ্রীলঙ্কার দেয়া ১৩৬ রানের টার্গেটে খেলতে নেমে বিনা উইকেটে মাত্র ১৬.১ ওভারেই জয়ের প্রান্তে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার মার্টিন গাপটিল ও কুলিন মুনরো দলকে জয়ের বন্দরে পৌঁছেই মাঠ ছাড়েন। গাপটিল ৫১ বলে ৭৩ এবং মুনরো ৪৭ বলে ৫৮ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। শুরু থেকেই ধুকতে থাকা লংকানরা শেষ পর্যন্ত মাত্র ২৯ ওভার ২ বল খেলে ১৩৬ রানেই অলআউট হয়ে যায়।
শনিবার আগে কার্ডিফে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে চার মেরে দ্বিতীয় বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন লঙ্কান ওপেনার লাহিরু থিরিমান্নে।
এরপর নবম ওভারে দলীয় ৪৬ রানে কুসল পেরেরা আউট হওয়ার পর শূন্য রানে ফেরেন কুসল মেন্ডিসও। ৫৩, ৫৯ এবং ৬০ রানের মাথায় আবারো সাজঘরের পথ ধরেন ধনাঞ্জয় ডি সিলভা (৪), অ্যাঞ্জেলা ম্যাথিউজ (০), জীবন মেন্ডিস (১)।
এরপর ওপেনার দিমুথ করুণারত্নে ও থিসারা পেরেরা কিছুটা হাল ধরার চেষ্টা করেন। কিন্তু বেশি দূর এগোতে পারেননি তারা। এরপর ৬০ যোগ করতেই দলীয় ১১২ রানের মাথায় ব্যক্তিগত ২৭ রানে সাজঘরে ফেরেন থিসারা পেরেরা।
এরপর ৩ বল খেলে শূন্য রানে আউট হন ইসুরু উদানা। এরপর মাত্র ৬ রানের ব্যবধানে সুরাঙ্গা লাকম (৭) ও লাসিথ মালিঙ্গা (১) রানে আউট হলে ১৩৬ রানে ইনিংস শেষ হয় লঙ্কানদের।
নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি নেন ও লকি ফার্গুসন নেন ৩টি করে উইকেট। এছাড়া এবং কলিন ডি গ্র্যান্ডহোম, জেমস নিশাম, ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যানটনার নিয়েছেন ১টি করে উইকেট।
/এসএস