স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। শুরু থেকেই ধুকতে থাকা লংকানরা এই রিপোর্ট লেখার সময় ১৭ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৮০ রান নিয়ে ব্যাট করছে।
এর আগে কার্ডিফে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলে চার মেরে দ্বিতীয় বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন লঙ্কান ওপেনার লাহিরু থিরিমান্নে।
এরপর নবম ওভারে দলীয় ৪৬ রানে কুসল পেরেরা আউট হওয়ার পর শূন্য রানে ফেরেন কুসল মেন্ডিসও। ৫৩, ৫৯ এবং ৬০ রানের মাথায় আবারো সাজঘরের পথ ধরেন ধনাঞ্জয় ডি সিলভা (৪), অ্যাঞ্জেলা ম্যাথিউজ (০), জীবন মেন্ডিস (১)।
এ রিপোর্ট লেখার সময় ৩১ রান নিয়ে ব্যাট করছে ওপেনার দিমুথ করুণারত্নে ও ১৮ রান নিয়ে থিসারা পেরেরা।
নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি নেন ৩ উইকেট, লকি ফার্গুসন ২টি এবং কলিন ডি গ্র্যান্ডহোম নিয়েছেন ১টি করে উইকেট।
/এসএস