ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমোনাই ইউনিয়ন শাখার উদ্যোগে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১মে) অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন চরমোনাই ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মাদ নাজমুল হুদা।
এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর, মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ছাত্র আন্দোলনকে অগ্রজ ভুমিকা রাখতে হবে। চরমোনাই-এর নাম যেভাবে সারা দুনিয়ায় পরিচিত ইশা ছাত্র চরমোনাই ইউনিয়নকেও সারা দেশের মডেল হিসেবে কাজ করতে হবে। উদ্দেশ্যকে সামনে রেখে সমাজ পরিবর্তনের অঙ্গিকারাবদ্ধ হতে হবে। তোমাদের বসে থাকার সময় নেই। চরমোনাই ইউনিয়ন থেকেই ইশা ছাত্র আন্দোলনের বিপ্লব শুরু হবে ইনশা আল্লাহ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি গাজী মুহাম্মাদ আলী হায়দার।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই ইউনিয়ন শাখার সেক্রেটারি জনাব মুহাম্মাদ খন্দকার খলিলুর রহমান সানু, সাবেক ইউনিয়ন সভাপতি মুহাম্মাদ হুমাউন কবির সুমন, মাওলানা মুহাম্মাদ হাসান রুহানী , ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাবেক সভাপতি চরমোনাই ইউনিয়নের কৃতি সন্তান মুহাম্মাদ আতায়ে রাব্বি এতে ইউনিয়ন ও ওয়ার্ডের নেতারা।
আইএ/পাবলিক ভয়েস