
ফোঁড় ফ্যাশন হাউজের স্বত্বাধিকারী চারুপীঠের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ বলেন, শিশুরা যাতে এই পোশাকগুলো দান মনে না করে তার জন্য ৫ টাকা মূল্য নির্ধারণ করেছি।
বিশেষ প্রতিনিধি: সুবিধাবঞ্চিত শিশুদের গায়ে ঈদের জামা তুলে দিতে ব্যতিক্রমি এক উদ্যোগে নতুন পোশাক বিতরণ করেছে যশোরের ‘ফোঁড়’ নামে একটি ফ্যাশন হাউজ। গতকাল শুক্রবার প্রতিষ্ঠানটি শিশুদের জন্য ৫ টাকায় নতুন জামা বিক্রি করে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী চারুপীঠের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ জানান, শুধুমমাত্র শিশুদের জন্যেই নয়; শিশু এবং বয়স্কদের মিলিয়ে প্রায় ৪০০ নতুন কাপড় বিক্রি করা হয়েছে ৫ টাকা দরে। বিক্রি থেকে প্রাপ্ত টাকা স্থানীয় দরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
জানা যায়, ‘ফোড়’ ঘোষণা দেয় শুক্রবার সকালে শহরের পৌর উদ্যানে চারুপীঠ চত্বরে ৫ টাকায় নতুন জামা বিক্রি করা হবে। এই ঘোষণায় শুক্রবার সকাল থেকেই পৌর উদ্যানে ভিড় করে সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবকরা।
‘আগে আসলে আগে পাবে’ ভিত্তিতে সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কেনাবেচা দুপুরে শেষ হয়। এ সময়ের মধ্যে সুবিধাবঞ্চিত শিশুসহ বয়স্করা ৪০০ নতুন পোশাক ক্রয় করেন। পোশাক বিক্রি থেকে প্রাপ্ত টাকা পরে সেখানে আগত দরিদ্র মানুষের মাঝে বণ্টন করা হয়।
এসময় দুই বছর থেকে ১৪ বছর পর্যন্ত শিশুদের ফ্রক, সালোয়ার কামিজ, টপস, পাঞ্জাবি ও পায়জামা এবং বড়দের জন্যে পাঞ্জাবি বিক্রি করা হয়। এসব পোশাক ৮০০ থেকে ২ হাজার টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে ফোঁড়ের শো-রুমে। দামি এসব পোশাক নামমাত্র মূল্যে কিনতে পেরে খুশি সুবিধাবঞ্চিত শিশুদের অভিভাবকরা।
ফোঁড় ফ্যাশন হাউজের স্বত্বাধিকারী চারুপীঠের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ বলেন, শিশুরা যাতে এই পোশাকগুলো দান মনে না করে তার জন্য ৫ টাকা মূল্য নির্ধারণ করেছি।
এতে করে তাদের অংশীদারিত্ব থেকে যায়। তারা কোনো প্রকার হীনমন্যতায় ভুগবে না। সাধ্য অনুযায়ী ঈদ উৎসবকে কিছু মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এই প্রয়াস। আগামীতেও এ ধরনের উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।
/এসএস/পাবলিক ভয়েস