
সিলেটের প্রতিথযশা আলেমে জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার শায়খুল হাদীস আল্লামা শিহাব উদ্দিন ইন্তেকাল করেছেন৷ শুক্রবার দিবাগত মধ্যরাত তিনি ইন্তেকাল করেন। দীর্ঘ ৫০ বছরেরও অধিক সময় ধরে তিনি বুখারি শরিফের খেদমত করে আসছেন৷
নিহতের স্বজনরা জানান, কানাইঘাট কেন্দ্রীয় হাসপাতালে রাত প্রায় ২টার দিকে তিনি ইন্তেকাল করেন।
আল্লামা শিহাবুদ্দীন চতুলী সিলেটের আঞ্চলিক শিক্ষাবোর্ড আযাদ দীনী এদারার দীর্ঘ দিনের পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন।
/এসএস