
পটুয়াখালী প্রতিনিধি: আন্তঃজেলা সীমানা বিরোধের জেরে পটুয়াখালীর গলাচিপার উত্তর চরবিশ্বাসে ঝটিকা হামলা চালিয়েছে ভোলার চরফ্যাশনের দুলার হাটের দুর্বত্তরা। গতকাল শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে। আগুনে ভস্মিভূত করে আল-আমিন, শফিক ও হাসানের ঘর। লুটপাট করে দুটি হাঁসের খামারে। খামারে থাকা প্রায় দেড় হাজার হাঁস লুট করে নিয়ে যায় আক্রমণকারীরা। এদিকে হামলাকারীরা আক্রমণ করলে প্রতিরোধ গড়ে তোলে উত্তর চরবিশ্বাসের লোকজন। এ সময়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ সংঘর্ষে গলাচিপার চরবিশ্বাসের সোলায়েমান (৩৫), ইব্রাহিম হাওলাদার (২৬), বেল্লাল হাওলাদার (২৫), রিপন মোল্লা, কাসেম হাওলাদার (২৮), মন্নান খান (৩৫), মোয়াজ্জেম হাওলাদারসহ ((৪২) নিদেনপক্ষে ৪০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহতদের গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে আক্রমণকারীদের মধ্যে দুলার হাটের আলমগীর ডা. মহসীন ও হারুন দেশ পালি আহত হয়েছেন।
এ ঘটনায় আহত চরবিশ্বাসের জসিম উদ্দিন জানান, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দুটি ট্রলারযোগে ভোলার দুলারহাটের আলমগীর ডাক্তার মহসীন, হারুন দেশপালি, নুরুন্নবী ও নুর হোসেনের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে শতাধিক দুর্বৃত্ত হঠাৎ করে হামলা চালায় আমাদের ওপর। আগুন লাগিয়ে দেয় বেশ কয়েকটি বাড়িঘরে। লুটপাট করতে থাকে মালামাল। তারা ছিল সংঘবদ্ধ। কেউ কিছু বুঝে ওঠার আগেই এ আক্রমণে হকচকিয়ে যায়। সম্বিত ফিরে আসলে প্রতিরোধ করলে সংঘর্ষ ঘটে।
চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সী জানান, গলাচিপার উত্তর চরবিশ্বাস ও ভোলার চরফ্যাশনের লোকজনের মধ্যে সীমানা নিয়ে স্বাধীনতার পর থেকেই বিরোধ চলে আসছে। এনিয়ে বেশ কয়েকবার ভোলার লোকজনের আক্রমণ, অগ্নিসংযোগ ও লুটপাটের শিকার হয় চরবিশ্বাসের লোকজন। এ নিয়ে ধান কাটা মৌসুমে দুই উপজেলা প্রশাসন ফ্লাগ মিটিং করে সমস্যার সাময়িক সমাধান করেন। সমস্যার স্থায়ী সমাধান অর্থ্যাৎ সীমানা বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় প্রায় বছরই এ অবস্থার সৃষ্টি হয় বলে তিনি জানান।
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ বলেন, এ সংঘর্ষের ঘটনা তিনি শুনেছেন। গলাচিপা হাসপাতালে চরবিশ্বাসের কয়েকজন কৃষক আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জিআরএস/পাবলিক ভয়েস