সৌদি আরবে অনুষ্ঠিত আরব লীগের জরুরি বৈঠকের বিবৃতির বিরোধিতা করেছেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ। সৌদি টিভি চ্যানেল আল-আরাবিয়া জানিয়েছে, আরব লীগের জরুরি বৈঠকের সমাপনী বিবৃতিতে ইরানকে অভিযুক্ত করার প্রতিবাদ জানিয়েছেন ইরাকি প্রেসিডেন্ট। খবর ইরানি বার্তা সংস্থা পার্সটুডের।
পবিত্র মক্কায় গতকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত ওই জরুরি বৈঠকে ইরাকের প্রতিনিধিত্ব করেন বারহাম সালিহ।
তিনি বলেছেন, ইরান হচ্ছে ইরাকসহ গোটা আরব অঞ্চলের প্রতিবেশী দেশ। এই দেশের নিরাপত্তাকে গুরুত্ব দিতে হবে এবং রক্ষা করতে হবে। ইরানের নিরাপত্তা টার্গেটে পরিণত হোক ইরাক তা চায় না।
আরব লীগের বিবৃতিতে আবারও ইরানের বিষয়ে মিথ্যাচার করা হয়েছে। বলা হয়েছে, আরব দেশগুলো বিশেষকরে সিরিয়া ও বাহরাইনের অভ্যন্তরীণ বিষয়ে ইরান হস্তক্ষেপ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইয়েমেন থেকে ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র সৌদি আরবে ছোঁড়া হচ্ছে। এ কারণেই এই বিবৃতির প্রতিবাদ জানিয়েছে আরব লীগের অন্যতম সদস্য ইরাক।
ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রথম থেকেই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে। তেহরান বলেছে, আরব দেশগুলোর সঙ্গে আলোচনা করতে ইরানের কোনো সমস্য নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ সম্প্রতি এসব দেশের সঙ্গে অনাক্রমণ চুক্তি সইয়ের প্রস্তাব দিয়েছেন।
আইএ/পাবলিক ভয়েস