
খুলনায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক (৩৫) নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে নগরীর আড়ংঘাটা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে একটি পিকআপ যশোরে যাওয়ার পথে যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।
নিহতের মরদেহ থানায় রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিকআপ উদ্ধার করেছে।
আড়ংঘাটা থানার ওসি কাজী রেজাউল করিম রেজা বলেন, সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আড়ংঘাটা বাইপাস সড়কের কার্তিককুলের মোড়ে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক পিকআপের চালক পালিয়ে যায়। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।
জিআরএস/পাবলিক ভয়েস