জাতীয় সাংস্কৃতিক সংগঠন “কলরব”র ব্যবস্থাপনায় রাতভর ব্যাতিক্রমী গজল মাহফিলের আয়োজন সম্পন্ন হয়েছে।
একঝাঁক ইসলামী সংগীতপ্রেমীদের নিয়ে আজ শুক্রবার দিবাগত রাত ৩১ মে (২৫ রমজান) রাজধানীর পল্টনে ফুডল্যাব রেস্তোরায় রাতব্যাপী এ অনুষ্ঠান কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
কলরবের যুগ্ম নির্বাহী পরিচালক ও হলিটিউনের সিইও মুহাম্মদ বদরুজ্জামানের উপস্থাপনায় কলরবের পরিচালক ও জনপ্রিয় আবৃতিকারক শাহ ইফতেখার তারিকের বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
কিশোর ক্বারী আবু রায়হানের কন্ঠে সুমধুর তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আয়োজনের প্রধান কার্যক্রম।
কলরবের প্রধান পরিচালক আলহাজ্ব রশিদ আহমদ ফেরদাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন, কলরবের নির্বাহী পরিচালক সাঈদ আহমাদ, কলরবের সিনিয়র শিল্পী ইমতিয়াজ মাসরুর, জনপ্রিয় সংগীত লেখক ও সাহিত্যিক সাইফ সিরাজ, মরহুম আইনুদ্দীন আল আজাদের একনিষ্ট সঙ্গী ও প্রত্যয় প্রডাক্টসের স্বত্বাধিকারী মোস্তফা কামাল, কলরবের সিনিয়র ও জাতীয় পর্যায়ে স্বর্ণপদকপ্রাপ্ত সংগীত শিল্পী আবু রায়হান, আবৃত্তিকারক ও লেখক ইলিয়াস হাসান, কলরবের ধারাভাষ্যকার ও আবৃতিকারক ইয়াসিন হায়দার, কিশোর শিল্পী মাহফুজ আলম, তাহসিনুল হক ও কলরবের সকল সংগীতশিল্পীসহ একঝাঁক কলরবপ্রেমী ও ইসলামী সংগীতপ্রেমীরা।
এছাড়াও বিভিন্ন মিডিয়া কর্মী ও আন্তর্জাতিক পর্যায়ের ক্বারী ও হাফেজগন উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক ক্বারী ইলিয়াস লাহোরী ও হাফেজ আ. কাইয়ূমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
কলরবের পরিচালক শাহ ইফতেখার তারিক তার বক্তব্যে বলেন, আমাদের জীবনযাত্রায় যদি পবিত্র রমজানের ঐক্য আহবানের মতো করে সবকিছুকে ঐক্যবদ্ধ করতে পারি তবে আমাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠবে।
তিনি দেশের দরিদ্র মানুষদের প্রতি দয়া করার আহবান জানিয়ে বলেন, দেশের কমপক্ষে এক কোটি মানুষ “এক হাজার টাকা” করে ফিতরা আদায় করার সমর্থ রাখে। এই একহাজার মানুষ যদি ঠিকমতো ফিতরা আদায় করে তাহলে দেশের দরিদ্র মানুষদের ঈদ উদযাপন অনেক সুন্দর হবে। এই যে ঐক্যের আহবান এটাই ইসলামী সংগীতের মূল অনুপ্রেরণা। আমরা “কলরব”র মাধ্যমে এ আহবান করতে চাই।
অধ্যাপক আশরাফ আলী আকন তার বক্তব্যে বলেন, ইসলামী সংগীত একটি চেতনা নিয়ে হবে। ইসলামী সংগীতে মেহনতি মজদুর ও কৃষক শ্রমিকদের প্রতি দয়াবান হয়ে তাদের জন্য সংগীত পরিবেশনার আহবান জানান। তাদের অধিকার আদায়ে ইসলামী সংগীতকে কাজে লাগানোর আশাও প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে প্রথম গজল পরিবেশন করেন কলরবের নির্বাহী পরিচালক ও জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা সাঈদ আহমাদ। গজল পরিবেশনের পূর্বে তিনি অনুষ্ঠানে আগত সবাইকে শুভেচ্ছা জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও সংগীত পরিবেশন করেন আবু রায়হান, তাওহীদ জামিল, আবু ওবায়দাসহ কলরবের অন্যান্য শিল্পীরা।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো কলরবের প্রতিষ্ঠাতা ও ইসলামী সংগীতের পথিকৃত মরহুম আঈনুদ্দিন আল আজাদের সন্তান আসাদুল্লাহ আল গালীবের বিশেষ পরিবেশনা।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব রশিদ আহমেদ ফেরদাউস বলেন, ইসলামী সংগীতের এ জয়যাত্রা আমরা আরও এগিয়ে নিতে চাই এবং মানুষের দ্বারে দ্বারে ইসলামী সংগীতের আওয়াজ পৌছে দিতে চাই। তিনি কলরবের সার্বিক উন্নয়নকল্পে সবার সহযোগিতা কামনা করেন।
রাতব্যাপী এ আয়োজনে কলরবের জনপ্রিয় সংগীত পরিবেশন ও ইসলামী সংগীতের উন্নতিকল্পে বিভিন্ন দিক নিয়ে আলোচনাসহ সাহরীর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।