
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে উপজেলার ঘুমধুম সীমান্তের বড়বিল মগঘাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মীর কাশেম (২৩), রশীদ উল্লাহ (২০) ও নূর বশর (১৩)। তারা সবাই মিয়ানমারের মংডু জেলার বলিবাজারের বাসিন্দা।
পুলিশ জানায়, বিকেলে তিন রোহিঙ্গা যুবক অস্ত্র নিয়ে বাংলাদেশের ভূখণ্ডের আজুখাইয়া এলাকার দিকে যাচ্ছিল। এমন সংবাদ পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পরে ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ২৪ রাউন্ড গুলি পাওয়া যায়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জিআরএস/পাবলিক ভয়েস