
রাজধানীর একাধিক থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। তেজগাঁও ও শেরে-বাংলা নগর থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
গতকাল বুধবার (২৯ মে) দিনগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি সাইফুল মালিক জানান, ঈদকে সামনে রেখে রাজধানীজুড়ে ছিনতাইকারীদের তৎপরতা রোধে র্যাব কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার দিনগত রাতে রাজধানীর তেজগাঁও ও শেরে-বাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে ১০ ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
তবে প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
জিআরএস/পাবলিক ভয়েস