
গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী সেতুর নিচে এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, নিহতরা ছিনতাইকারী। দুজন ‘ব্লেড বাবু’ ও ‘নোংরা নান্নু’ হিসেবে ওই এলাকায় পরিচিত। বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।
র্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বলেন, “উত্তরা পূর্ব ও পশ্চিম থানার পুলিশ দীর্ঘদিন ধরে ওই দুইজনকে খুঁজছিল। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অভিযোগ রয়েছে।”
র্যাব কর্মকর্তা কামরুজ্জামান বলেন, “তাদের একটি টহল দল রাতে টঙ্গীসহ আশপাশের এলাকায় টহল দিচ্ছিল। টঙ্গী ব্রিজের উপর ‘একদল ছিনতাইকারী তখন অস্ত্রের মুখে’ ছিনতাই করছিল।
পরে র্যাব সদস্যরা এগিয়ে গেলে ছিনতাইকারীরা দৌড়ে ব্রিজের নিয়ে চলে যায়। এক পর্যায়ে র্যাব সদস্যরা তাদের পিছু নিলে ব্রিজের নিচ থেকে ছিনতাইকারীরা গুলি ছুড়তে শুরু করে। র্যাবও তখন পাল্টা গুলি চালায়। ছিনতাইকারী দলের দুজন গুলিবিদ্ধ হলে বাকিরা পালিয়ে যায়।”
গুলিবিদ্ধ দুজনকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান কামরুজ্জামান।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, দুটি সুইচগিয়ার, চারটি চাকু ও ছুরি, সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানান র্যাব ওই র্যাব কর্মকর্তা।
জিআরএস/পাবলিক ভয়েস