
রাজধানীর টিকাটুলির লিলি গার্ডেন নামে একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ বুধবার (২৯ মে) রাত ৯টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্টোল রুমের ডিউটি অফিসার ফরহাদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জিআরএস/পাবলিক ভয়েস