
হবিগঞ্জ জেলা কারাগারে সিরাজ মিয়া (৬০) নামে সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার মৃত আলিম মিয়ার ছেলে।
সিরাজ মিয়ার সাজার মেয়াদ ছিলো ৩০ দিন। তার কয়েদী নাম্বার- ২৭৬১/এ।
কারাগারের সুপার মো. গিয়াস উদ্দিন জানান, কয়েকদিন আগে টাউট আইনে ভ্রাম্যমাণ আদালতে সিরাজকে সাজা দেয়া হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
রাত ১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সিরাজ মিয়া। তাকে দ্রুত হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস