ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের ইন্দরা গ্রামে ছেলের বউকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর আমির আলীকে গ্রেপ্তর করেছে পুলিশ। আজ মঙ্গলবার ধামরাই থানা পুলিশ তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, আমির আলীর ছেলে আরিফুর রহমান আরিফ সৌদি আরবে থাকাকালীন তার বউকে তার বাবা কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হলে কিছুদিন আগে রাতে ছেলের বউকে আম কেটে দেওয়ার কথা বলে শ্বশুর তার ঘরে ঢোকেন। এ সময় ছেলের বউকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। স্ত্রীর কাছে বাবার অপকর্মের কথা শুনে সৌদি থেকে চলে আসেন আরিফ। এরপর তারা এসব অপকর্মের প্রতিবাদ করেন।
‘এক পর্যায়ে গত সপ্তাহে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে ছেলের বউ ও ছেলেকে তাড়িয়ে দেন আমির আলী। পরে তারা আশ্রয় নেন বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফের চাচা মৃত আবুল হোসেনের বাড়িতে।’
স্থানীয় ইউপি সদস্য মহর আলী বলেন, আমির আলীর বিরুদ্ধে তার পুত্রবধূ ধর্ষণ চেষ্টার অভিযোগ করেছেন। এরপর এনিয়ে সালিশও ডাকা হয়েছিলো কিন্তু আমির আলী হাজির হননি। এখন পুত্রবধূ আইনের আশ্রয় নিয়েছে।
আরিফ বলেন, বাবা আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে। আমি এর প্রতিবাদ করাতে বাবা আমাদের হত্যার হুমকি দিয়েছে। এখন আইনের আশ্রয় নিয়েছি যা হবার আদালতেই হবে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, ধর্ষণের অভিযোগে আমির আলীকে আটক করা হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস