পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তারেক সরদার (১৯) নামে এক বখাটেকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তারেক উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের সোবাহান সরদারের ছেলে।
ওই স্কুলছাত্রীর ভাই জানায়, প্রতিবেশী তারেক গত শুক্রবার সকাল ১১টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরে ঢুকে আমার বোনকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় বোনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে বখাটে তারেক পালিয়ে যায়।
এ ব্যাপারে স্কুলছাত্রীর ভাই বাদী হয়ে গতকাল সোমবার রাতে মঠবাড়িয়া থানায় একটি মামলা করলে তারেককে গ্রেপ্তার করে পুলিশ। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, গ্রেপ্তাকৃত তারেককে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস