
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই খুন হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই সোলায়মানকে (২৬) আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী গ্রামের আব্দুস ছালাম হাওলাদারের ছেলে ফোরকান (৩০) ঘরের পাঠাতনে শুয়ে কানে এয়ারফোন দিয়ে মোবাইলে কিছু শুনছিলেন। এ সময় তার ছোটভাই সোলায়মান শাবল দিয়ে তার মাথায় আঘাত করলে মাথা ফেটে যায় এবং অচেতন হয়ে যান। পরে স্বজনরা তাকে দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফোরকানের আরেক ভাই শাহীন বলেন, ছোট ভাই সোলায়মানের মাথায় সমস্যা আছে। তাকে ভাই ফোরকান ওষুধ খেতে বললে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে সে শাবল নিয়ে ঘুমন্ত ভাই ফোরকানকে শাবল দিয়ে আঘাত করে।
ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবীবুর রহমান জানান, ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই ফোরকান খুন হয়েছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
জিআরএস/পাবলিক ভয়েস