
ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত স্বপ্নের বাংলাদেশ গড়ার অভিপ্রায়ে গতকাল ২১শে রমজান, ২৭শে মে রোজ সোমবার বিকাল ৪ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে “ইসলামের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ” কর্মসূচি পালন করে ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ।
শাখা সভাপতি মুহাম্মদ আল আমিন সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হুসাইন নূর এর সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম আব্দজ্জাহের আরেফী।

বিকিরণ সামাজিক সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ এর ব্যাবস্থাপনায় উক্ত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য নূরে আহমাদ তালহা। নগর দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক এম জামিলুল ইসলাম, অর্থ সম্পাদক মামুনখন্দকার, স্কুল সস্পাদক শহাব মোহাম্মদ ও সদস্য মাহমুদুল হাসান প্রমুখ।