
দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার ও ঈদবস্ত্র বিতরণ করেছে হিউম্যান রাইটস ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন 'এইচআরডিএ'।
রাজধানীর অভিজাত হোটেলে আজ সোমবার এ ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের আহ্বায়ক এইচ এম আবু বকর এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভিশন স্কুল এন্ড কলেজের পরিচালক বিশিষ্ট কলামিস্ট ও অনলাইন এক্টিভিটিস এম শামসুদ্দোহা তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট লেখক ও সাংবাদিক কবি শাহনূর শাহীন, বিশিষ্ট অনলাইন এক্টিভিটিস ও ব্যবসায়ী আলমগীর হোসাইন, হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সভাপতি আসাদুল্লাহ আল গালিব, হুমায়ুন কবির, টাইমস বিডি২৪ ডটকম এর সহ-সম্পাদক মুক্তাদির মারুফ প্রমুখ।
ইফতারপূর্ব আলোচনা সভায় সংগঠনের আহ্বায়ক এইচ এম আবু বকর হিউম্যান রাইটস ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন (এইচআরডিএ) এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, এইচআরডিএ'র সেক্রেটারি মাহমুদুল হাসান, সহ-সভাপতি ডা. মারুফ বিল্লাহ, অর্থ সম্পাদক জাফর সাদিক রাফি, মুফতি দেলোয়ার হোসেন কাসেমী, মুফতি জাকির হোসেন কাসেমী, ইমাম হোসাইন, আশরাফুল ইসলাম, কারী নাসির উদ্দিন প্রমুখ
জিআরএস/পাবলিক ভয়েস