নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৃথক তিনটি বিস্ফোরণের ঘটানায় ৪ জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার দুপুরের পর ওই তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, একটি বিস্ফোরণ কাঠমান্ডুতে এবং বাকি দুটি রাজধানী দুটি শহরতলীতে বিস্ফোরিত হয়।
নেপালের পুলিশ জানিয়েছে, আধুনিক বিস্ফোরক ডিভাইস (আইইডি)-র সাহায্যে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে তাদের ধারণা। বিস্ফোরণ স্থলের কাছাকাছি কিছু পুস্তিকা খুঁজে পাওয়ার আমরা মাওবাদীদের একটি গ্রুপকে সন্দেহ করছি বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।
এদিকে রোববারের ওই হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি। পুলিশ কর্মকর্তা শ্যামলাল গিয়াওয়ালি তিনজন ব্যক্তিই ‘ঘটনাস্থলে’ নিহত হয়েছেন। আর চতুর্থ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গোবিন্দ ভান্ডারি নামে ১৭ বছর বয়সী একজন শিক্ষার্থী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমি বড় একটি শব্দ শুনতে পাই এবং ঘটনাস্থলে দৌড়ে যাই। সেখানে গিয়ে দেখি বিস্ফোরণে জেরে একটি বাড়ির দেয়ালে চিড় দেখা দিয়েছে।
প্রথম বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। কিন্তু কাঠমান্ডুর কেন্দ্রে একটি হেয়ারড্রেসারের কাছে দ্বিতীয় বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়।
সূত্র: বিবিসি
আইএ/পাবলিক ভয়েস