ইরানের জাতীয় সংসদ বলেছে, ইহুদিবাদী ইসরাইলের ধ্বংস অনিবার্য। পতনের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। বিশ্ব কুদস দিবসকে সামনে রেখে আজ (রোববার) প্রকাশিত এক বিবৃতিতে সংসদ সদস্যরা এ মন্তব্য করেছেন। আগামী ৩১ মে শুক্রবার ইরানসহ বিশ্বব্যাপী কুদস দিবস পালিত হবে।
ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি সর্বাত্মক সমর্থন ঘোষণা করে ইরানের সংসদ সদস্যরা বলেন, আমরা আশাকরছি অদূর ভবিষ্যতেই আল-আকসা মসজিদ মুক্ত হবে এবং সেখানে ঐক্যবদ্ধভাবে নামাজ পড়তে সক্ষম হবেন।
পার্সটুডের বরাতে জানা যায়, ফিলিস্তিনে ইসরাইলি হত্যা-নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমানে প্রতিরোধ ফ্রন্ট অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। প্রতিরোধ শক্তিই ইহুদিবাদী ইসরাইল নামের ঘৃণ্য ক্যান্সারকে সরিয়ে ফেলবে।
এতে বলা হয়, ট্রাম্পের কথিত 'ডিল অব সেঞ্চুরি', বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস স্থানান্তর, সিরিয়ার গোলান মালভূমিকে ইসরাইলের ভূখণ্ড হিসেবে মার্কিন স্বীকৃতি এবং ইরানের সামরিক বাহিনী আইআরজিসি-কে সন্ত্রাসী হিসেবে ঘোষণার মতো পদক্ষেপগুলো আমেরিকা ও ইসরাইলের হতাশার নিদর্শন। এসব তৎপরতার মাধ্যমে অবৈধ ইসরাইলকে রক্ষা করা যাবে না।
ইরানে ইসলামি বিপ্লবের পর এর প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি (রহ.) পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারকে বিশ্ব কুদস দিবস হিসেবে ঘোষণা করেন।
আইএ/পাবলিক ভয়েস