চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।
গতকাল শনিবার রাত ৯টার দিকে মিরসরাই পৌরসভার ডাকবাংলো এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিরসরাই উপজেলার খৈয়াছরা ইউনিয়নের তাকিয়া পাড়া এলাকার আবদুল মান্নানের ছেলে মো. রাকিব হোসেন (১৯), পূর্ব খৈয়াছড়া গ্রামের শফিউল আলমের ছেলে তারেক হোসেন (১৯) ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার মো. রিফাত (২০)। নিহতরা পরস্পর বন্ধু ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, চাকা নষ্ট হওয়ায় মহাসড়কের পাশে রেখে মালবাহী ওই ট্রাকটি সারাইয়ের কাজ করছিলেন চালক ও সহকারী। এ সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা ওই মোটরসাইকেল ট্রাকটিকে ধাক্কা দেয়।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) দিনেশ দাশ জানান, মোটরসাইকেলটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
আহত একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মৃতদেহ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
জিআরএস/পাবলিক ভয়েস