শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনায় ১ কেজি ওজনের স্বর্ণের বারসহ কুলসুম বেগম (৩৮) নামের এক নারীকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খানজাহান আলী থানার পথেরবাজার চেকপোস্টে তল্লাশি করে তাকে আটক করা হয়।
আটক কুসুম বেগম বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার খাজুর বাড়িয়ার আবু তাহেরের স্ত্রী।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ভারত থেকে এক কেজি ওজনের স্বর্ণের বার নিয়ে কুলসুম বেগম বেনাপোল স্থলবন্দর হয়ে খুলনায় আসছিলেন। খানজাহান আলী থানার পথেরবাজার ফাঁড়ির পুলিশ চেকপোস্টে বাস তল্লাশি করে ওই স্বর্ণের বারসহ যাত্রী কুলসুম বেগমকে আটক করে।
এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।