
আজ থেকে ১৪ শত বছর পূর্বে রমজান মাসের ১৭ তারিখে আরবের বদর পাহাড়ের কোলে সংঘঠিত হয়েছিল ঐতিহাসিক বদর যুদ্ধ। সে সময় পৃথিবীতে যারা নিজের চেতনাবাজ বলে দাবি করত, মদ আর নারীর চেতনা ফেরি করত, মূর্তিকে নিজের উপাস্য মনে করতো, তারা এক হাজার সৈন্য নিয়ে হাজির হয়েছিল বদর প্রান্তরে। বিপরীতে ছিলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর ৩১৩ জন সঙ্গী।
আরবের চেতনাবাজ কাফেররা হাজার সৈন্যের বিশাল বাহিনী নিয়ে এসেছিল ইসলামের শিকড় উপড়ে ফেলতে। রাতে তারা নারী আর মদ নিয়ে ফূর্তি করেছে। তাদের সাথে ছিল অস্ত্রের ভাণ্ডার। ছিল তেজস্বী ঘোড়ার বহর। মাস ছিলো রমজান। উদরপূর্তি করে তারা ছিল পুরো সতেজ! অপরদিকে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গীদের সংখ্যা ছিল তাদের তুলনায় অপ্রতুল। অস্ত্র ছিলো কম। ছিল না তাঁদের সাথে সাংস্কৃতিক চেতনার নিদর্শন মদ এবং নারী।
এছাড়া রমজান মাস হওয়ায় দিনের বেলায় সকলে ছিল রোজাদার। ওরা যখন মদ আর নারী নিয়ে ব্যস্ত, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদায় পড়ে আছেন! কায়মনাবাক্যে বলছেন, প্রভূ! আজ যদি কাফেরদের কাছে তোমার বান্দারা হেরে যায়, তাহলে পৃথিবীতে তোমার নাম উচ্চারণ করার মত কেউ থাকবে না।
১৭ রমজান পৃথিবী দেখেছিলো এক বিস্ময়কর ঘটনা। বিশ্বের নারী এবং মদের চেতনাধারী কাফেররা বিশাল বাহিনী এবং অস্ত্রের ভাণ্ডার নিয়েও মাত্র ৩১৩ জন মৌলবাদিদের কাছে চরমভাবে পরাজয়বরণ করেছিল। অপ্রাপ্ত বয়স্ক দুইজন ছেলের কাছে নিহত হয়েছে তাদের নেতা আবু জাহেল। সেদিন যদি তারা বিজয় লাভ করতো, তাহলে ঘোড়ার খুরে পিষে ফেলতো ৩১৩ জনের সকলকে। কিন্তু যাদের তারা ধর্মান্ধ এবং মৌলবাদি বলতো, তাদের হাতে সেদিন গ্রেফতার হয়েছিল তাদের বাঘা বাঘা ৭০ জন কর্মী। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যে আচরণ করেছিলেন, পৃথিবী আজও এমন উদাহরণ দ্বিতীয় আরেকটি পেশ করতে পারবে না। তাদের তিনি তা খাইয়েছেন, যা মুসলমানরা খেয়েছে। নামেমাত্র মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দিয়েছেন।
বদর প্রান্তর থেকে প্রথম শুরু হয়েছিল তাদের পরাজয়। মুখ থুবড়ে পড়লো তাদের নারী মদের চেতনা। এরপর উহূদ, খন্দক, হুদাইবিয়া হয়ে মুসলমানরা আবার ফিরে এসেছিল মক্কায়। বিজয় কেতন উড়িয়েছে মক্কায়। যে মক্কা থেকে আঘাতে আঘাতে জর্জরিত করে তাদের বের করে দেওয়া হয়েছিল৷ সেদিনও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এরপর আর মুসলমানরা পিছনে ফিরে তাকায়নি।
ইসলামের সত্য, সুন্দর বাণী নিয়ে ছড়িয়ে পড়েছিল পুরো পৃথিবী। কায়সার, কিসরা, মিশর, দামেস্ক, পেরিয়ে হিন্দুস্তানে এসেও আছড়ে পড়েছে তাঁদের সত্য সুন্দর আহবান। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা এখনো রয়েছে পৃথিবীর প্রান্তে প্রান্তে। আসুন আমরা আবারও বদরি চেতনায় হই। পৃথিবীর মজলুম মানুষেরা চেয়ে দেখুক, দেখুক সীমালঙ্ঘনকারী অত্যাচারীর দল৷ আজও সেই মুসলিম সারা পৃথিবীটা জুড়ে কোটি কোটি রয়েছে ঘুমন্ত, জাগো জাগো জাগো সবে আবার জাগতে হবে ডাকে ওই নতুন দিগন্ত৷ পৃথিবী দেখুক চেয়ে আবার আসছে ধেয়ে মুহাম্মাদের বাহিনী৷