বুথফেরত জরিপে হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয়ের আভাসে আতঙ্কিত হয়ে পড়ছেন ভারতের মুসলিমরা।
গত ১৯ মে শেষ দফা ভোটগ্রহণ শেষ হয়। এরপর বুথ ফেরত জরিপ প্রকাশ হতে থাকে। এসব জরিপে দেখা যায়, ৫৪২ আসনের লোকসভায় তিন শতাধিক আসন নিয়ে বিজেপির নেতৃত্বাধীন জোট ফের ক্ষমতায় আসছে।
এমতাবস্থায় অনুকূল ফলের জন্য অনুসারীদের বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়েছেন দেশটির ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ মাদরাসার মুফতি মেহমুদ হাসান বুলান্দশাহরি।
এই পরামর্শ মেনে চলতে দেউবন্দ শহরের অন্য আলেমরাও অনুরোধ জানিয়েছেন।
২০১৪ সালের নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ জোটকে হারিয়ে ক্ষমতায় ফিরে কট্টরপন্থি দল বিজেপি। প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি।
পাঁচ বছরের শাসনামলে দেশটিতে ইসলাম ধর্মাবলম্বীরা নানামুখি নিপীড়নের মুখে পড়ে। গো-রক্ষার নামে পিটিয়ে হত্যা করা হয় অনেক মুসলিমকে।
তাছাড়া মুসলিম শাসনামলের বিভিন্ন স্থাপত্য ধ্বংস, নাম পরিবর্তনসহ নানামুখি পদক্ষেপ নেওয়া হয়।
আইএ/পাবলিক ভয়েস