
ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলায় ১০ পিস ইয়াবাসহ আব্দুল মতিন ও মো. জসিম উদ্দিন নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চরপাতা ইউনিয়নের নলগোড়া গ্রাম থেকে এদের আটক করা হয়।
আটক আব্দুল মতিন ওই এলাকার লেজপাতা গ্রামের গাজী আলতাফুর রহমানের ছেলে ও মো. জসিম উদ্দিন সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জয়নাল আবেদীন বেপারীর ছেলে।
পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান থানার উপ-পরিদর্শন (এসআই) রিয়াজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার চরপাতা ইউনিয়নের নলগোড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওই এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ আব্দুল মতিন ও মো. জসিম উদ্দিনকে আটক করা হয়। এরা দু’জন ওই এলাকায় মাদক সম্রাট হিসিবে পরিচিত। এরা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, আটক আব্দুল মতিন ও মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
জিআরএস/পাবলিক ভয়েস