
গ্রীষ্মকালীন ছুটি, মাহে রমজান, জমাতুল বিদা, শব-ই কদর ও ইদুল -উল - ফিতর উপলক্ষে টানা ৩৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় ( ববি)।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার নিত্যানন্দ পাল স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, গ্রীষ্মকালীন ছুটি,মাহে রমজান,জমাতুল বিদা, শব-ই কদর ও ইদুল -উল - ফিতর উপলক্ষে আগামী ২৬ মে থেকে ৩০ জুন পর্যন্ত ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে এবং ২ রা জুন থেকে ১০ ই জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে ডিসপ্যাচ শাখা ও সিকিউরিটি সহ অন্যান্য সেবা সমূহ বলবৎ থাকবে।