বেশকিছু দিন আগে দেশের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির একটি বেসরকারি রেডিও স্টেশনে অতিথি হয়ে এসেছিলেন। সেই অনুষ্ঠানে এক ভক্ত তাকে প্রশ্ন করিছিলেন, আপনি কি পরকালে বিশ্বাস করেন? উত্তরে সাফা কবির বলেন, ‘ না, আমি পরকালে বিশ্বাস করি না, যা দেখি না তা বিশ্বাস করি না। এরপর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড়। এর জের ধরে সাফা কবির তার ফেসবুজে একটি পোস্ট করেন। সেখানে তিনি নিজের বিশ্বাসের ব্যাপারে অনেক কথা বলেন। তার এমন কথার জন্য অনুতপ্ত হন এই অভিনেত্রী এবং এর জন্য সবার কাছে ক্ষমা চান
সম্প্রতি আরেক জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শীয়ার ইউটিউবভিত্তিক অনুষ্ঠান ‘উইথ স্পর্শীয়া’-তে অতিথি হয়ে পরকাল প্রসঙ্গে কথা বলেছেন সাফা কবির। গতকাল সোমবার রাতে অনুষ্ঠানের প্রথম পর্ব প্রকাশ হয় অর্চিতা স্পর্শীয়া অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
অনুষ্ঠানে পরকাল প্রসঙ্গে সাফা বলেন, “ফেসবুক এমন একটা জায়গা, যেখানে মানুষজন যাই বলে অন্য মানুষ তাই বিশ্বাস করে। কোন কিছু যাচাই করতে চায় না। আমি রেডিওতে যে শো’টা করি সেটার নাম ‘লাভ টকস উইথ সাফা কবির’। এতে সাধারণত শ্রোতারা প্রেম ও ভালোবাসা বিষয়ক প্রশ্ন করেন।
সেদিন আমার সেই শ্রোতা আসলে প্রশ্ন করেছিলেন, ‘আপনি কি বিয়ের পরকালে বিশ্বাস করেন? আপনার লাইফস্টাল এমন কেন? আপনি মিডিয়াতে কেন কাজ করনে’ আমি তার প্রশ্ন শুনে এতই বিব্রত হয়েছিলাম যে ‘বিয়ের’ কথাটা বাদ দিয়ে তার প্রশ্ন শুনে উত্তর দিয়েছিলাম। উনি বিয়ের পরবর্তী জীবনের কথা ‘বিয়ের পরকাল’ দিয়ে বোঝাতে চেয়েছিলেন। আমি না আসলে ওই সময়টা বুঝতে পারি নাই।’’
সাফা কবির বলেন, ‘মানুষ আমাকে নাস্তিক বলুক আর যাই বলুক, আমার ঈমান আছে। আমার বাবা-মা মুসলিম। আমিও মুসলিম।’
অনুষ্ঠানে উপস্থাপক স্পর্শীয়া জানান, রাতে ঘুমানোর আগে সাফা সূরা পরে ঘুমান। এদিকে সাফা কবির সম্প্রতি অনম বিশ্বাস পরিচালিত একটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন। ঈদে তার অভিনীত বেশ কিছু নাটক প্রচারিত হবে।
আইএ/পাবলিক ভয়েস