প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৯:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০১৯, ৩:২৩ অপরাহ্ণ
আজকের (২২-০৫-২০১৯) আলোচিত সংবাদের ওপর “ভয়েস-পাটকেল”

-বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রীর আত্মহত্যার চেষ্টা-খবর
- ছাত্রলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের জন্য জীবনের সবটুকুন উজাড় করে না দিলে কী আত্মহত্যার চেষ্টা করতেন এই মহান নেত্রী!
-সাদা ছাগলে কলপ মেখে কালো করে বিক্রি ভারতে!- বাংলাদেশ টুডে
- ভারতে সাদা ছাগল কালো করতে সমস্যা কই? বাংলাদেশে যেখানে কালো মানুষকে সাদা করে বসানো হচ্ছে রাষ্ট্রের মগডালে।
-বিশ্বব্যাপী কোরআন প্রতিযোগিতায় বিজয়ী সবাইকে সংবর্ধনা দেবে ছাত্রলীগ-খবর
- ছাত্রলীগের এই উদ্যোগকে স্বাগত জানানো দরকার। কারণ, লুটপাটের এই যুগে ভালো মানুষের সন্ধান পাওয়া মেলা কষ্ট।
-রাজধানীর প্রায় ৮০ ভাগ হোটেলেই বিক্রি হচ্ছে মৃত মুরগী!-খবর
- ৮০ ভাগ হোটেলে মৃত মুরগী তো খাওয়াবেই, ২৫০গ্রাম ওজনের একটা বালিশ ফ্লাটে তুলতে যে দেশে সাড়ে ৭শ টাকা করে খরচ হয় সে দেশে জীবিত একটা মুরগের দাম কত পড়বে চিন্তা করা কঠিন।
-দেশে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড-সমকাল
- ইফতার-সাহরী নির্বিশেষে লোড শেটিংয়ের জন্য রাস্তায় বেরিয়ে যারা আন্দোলন করছে, তারা নিশ্চয় পাকিস্তানপন্থী রাজাকার? এদেরকে পুলিশে দেয়া উচিত।
-ধর্ষণের একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড: নাসিম- সমকাল
- নাসিমের এই বক্তব্যের জন্য তাঁকে আফগানি তালেবান হিশেবে চিহ্নিত করা উচিত। কারণ আফগানি জঙ্গি তালেবানরা এখনও এ আইন চালু রেখেছে।
-সময়ের আগেই তৈরী ৩ সেতু, বরাদ্দের ৭০০ কোটি টাকা ফেরত দিল জাপানিরা-খবর
- জাপানিরা আমাদের মান-ইজ্জত সব ধুলোয় মিশিয়ে দিচ্ছে। সাধু-সাবধান। আগামীতে জাপানিজ কোনো কোম্পানীকে দেশের যেকোনো প্রজেক্ট দেয়া থেকে বিরত থাকতে হবে
-বালিশ ক্রয় দুর্নীতি তদন্তে জড়াতে চায় না দুদক-ইনকিলাব
- দুদক এই সামান্য লুটপাটের তদন্তে জড়াবে কেমনে? হলমার্ক, ফর্মার্স ব্যাংক কিংবা শেয়ার বাজার লুটের মতো বড় বড় লুটপাটের ভাগভাটোয়ার কাজই আজ পর্যন্ত সমাধান হচ্ছে না।
-‘ব্যাংক লুটকারীদের দুধ কলা দিয়ে পুষছে কেন্দ্রীয় ব্যাংক’-ইনসাফ
- ব্যাংক লুটকারীদের দুধ কলা দিয়ে পুষবে না তো বিষ খাইয়ে মারবে নাকী? যে গাভী দুধ দেয় সেই গাভীর উলুনেই তো সবাই চাটতে চায়।
-সহকর্মী শিক্ষিকাকে ধর্ষণ: প্রধান শিক্ষকের যাবজ্জীবন-ডিবিসি
- সহকর্মীকে ধর্ষণ করেছেন প্রধান শিক্ষক। সহকর্মীকে দেখভাল করার একটা দায়বোধ প্রধান দায়িত্বশীলের থাকেই। হয়তো এই দায় থেকে নিজের মনে করে সহকর্মীর মত নিয়েই যৌনতৃ্প্তি নিতে চাইছিলেন। যা আমাদের খুশী কবিরদের খাহেশ। এখানে যাবজ্জীবন চিন্তার বিষয়।
-ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে উত্তাল নবীগঞ্জ-এখন সিলেট
- দেশ যেখানে বিদ্যুৎ উৎপাদনে শতাব্দীর রেকর্ড গড়ছে, সেখানে নবীগঞ্জবাসীর এই অভিনব আন্দোলন নিশ্চিত জামাত শিবিরের ষড়যন্ত্র।
Copyright © 2025 Samakaler Kontho. All rights reserved.