পাবলিক ভয়েস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা থেকে ৩০ কেজি সোনাসহ আনোয়ারুল ইসলাম (৩৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী পারকৃষ্ণপুর মদনা গ্রাম থেকে সোনার এ চালান জব্দ করা হয়। জব্দকৃত সোনা ভারতে পাচার করা হচ্ছিলো বলে জানিয়েছে বিজিবি।
আটক আনোয়ারুল ইসলাম (৩৪) জীবননগর উপজেলার মৃগীমারী গ্রামের মুনসুর আলীর ছেলে।
বিজিবি জানায়, চুয়াডাঙ্গা থেকে সোনার একটি চালান ভারতে পাচার করা হবে গোপন সংবাদে এ তথ্য পায় বিজিবি। এর ভিত্তিতে শুক্রবার ভোর থেকেই বিজিবির একটি দল উপজেলার ভারত সীমান্তবর্তী পারকৃষ্ণপুর মদনা গ্রামে অবস্থান নেয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, বেলা ১২টার দিকে ওই এলাকা অতিক্রম করার সময় একটি মোটরসাইকেলযোগে পাচারকারী আনোয়ারুলকে আটক করে বিজিবি। পরে তার মোটরসাইকেলের সিটের ভেতরে তল্লাশি করে উদ্ধার করা হয় ২৬০টি সোনার বার।
জব্দকৃত সোনার ওজন ৩০ কেজি এবং আনুমানিক বাজার মূল্য ১৪ কোটি টাকা বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা ইমাম হাসান।
#এনাইকিউ