একেরপর এক পরকীয়ায় মজে ছিলেন স্ত্রী। আর এ কারণে নিত্য অশান্তি সৃষ্টি হত বাড়িতে। শেষে রেগে গিয়ে স্বামীকে কুপিয়ে খুন করলেন স্ত্রী। স্বামী দশরথ মার্ডির পেশায় কৃষক। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৪৫।
ভারতের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের চৌরাপাড়া এলাকায় ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম জি নিউজ স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে, বছর কুড়ি আগে দশরথ মার্ডি চৌরাপাড়া এলাকার মানসী টুডুর বিয়ে হয়। শুরু থেকেই মানসীর বাড়িতেই ঘর জামাই থাকতেন দশরথ।
জানা গিয়েছে, মনানসীর একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে প্রায়ই পারিবারিক অশান্তি চলত তাদের।
সোমবার অশান্তি চরমে পৌঁছলে কুড়ুল ও ধারালো অস্ত্র দিয়ে দশরথ মার্ডির মাথায় একেক পর এক আঘাত করতে থাকে তার স্ত্রী।
আর্তনাদ শুনে ঘটনাস্থলে ছুটে আসে প্রতিবেশীরা। গুরুতর জখম অবস্থায় বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় দশরথকে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। মানসীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
আইএ/পাবলিক ভয়েস