
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে সুমি খাতুন (২২) নামে প্রতিবন্ধী এক তরুণীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২১ মে) সকালে ঢাকা-ঈশ্বরদী রেলপথের সদর উপজেলার মুলিবাড়ী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুমি সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের শামছুল ইসলামের মেয়ে।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার বলেন, মানসিক প্রতিবন্ধী সুমি রাতে কিংবা দিনে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতো। গতকাল সোমবার (২০ মে) গভীর রাতে মুলিবাড়ী-কড্ডার মাঝামাঝি স্থানে অজ্ঞাত কোনো ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় সে।
সকালে স্থানীয়রা রেল লাইনের পাশে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়না-তদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
জিআরএস/পাবলিক ভয়েস