
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সুকাইজুড়ি নদী থেকে অজ্ঞাত পরিচয়ে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে ওই দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে ওইদিন বিকালে উপজেলার রাজগাতি ইউনিয়নের উলুহাটি গ্রামের সুকাইজুড়ি নদী থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।
নান্দাইল মডেল থানার ওসি কামরুল ইসলাম মিঞা জানান, সুকাইজুড়ি নদীতে অজ্ঞাত দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ওই দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করে।
তবে ধারণা করা হচ্ছে, অবৈধ গর্ভপাতের পর ওই দুই শিশুকে কেউ নদীতে ফেলে রেখে যেতে পারে বলে জানান ওসি।
জিআরএস/পাবলিক ভয়েস