লক্ষ্মীপুরে আবু সিদ্দিক নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে উঠেছে। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।
এ ঘটনায় ওই শিশুর মা শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন। সিদ্দিক সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।
শিশুর স্বজনরা বলছেন, গত শুক্রবার বিকেলে আবু সিদ্দিক শিশুর মায়ের খোঁজে তাদের বাড়িতে যায়। বাড়িতে শিশুটিকে একা পেয়ে সিদ্দিক ঘরে নিয়ে যৌন হয়রানি করে। এসময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।
ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল বলেন, ঘটনাটি আমি শুনেছি। থানা পুলিশ এখন ঘটনাটি তদন্ত করছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, শিশুর পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
জিআরএস/পাবলিক ভয়েস