সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত সংগঠন “ইসলামী সাংস্কৃতিক জোট” এর ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
আজ (১৯ মে) রাজধানী ঢাকার গুলিস্থানস্থ খন্দকার কনভেনশন সেন্টারে জোটের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে “সিয়াম সাধনা ও ইসলামী সাংস্কৃতি চর্চার গুরুত্ব” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
[caption id="attachment_32667" align="aligncenter" width="300"]
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন অধ্যাপক আশরাফ আলী আকন[/caption]
জোট সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সেক্রেটারি এইচ এম সাইফুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত কবি মুহিব খান ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সেক্রেটারি মুহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, পরিচিত গ্রাফিক্স ডিজাইনার প্রতিষ্ঠান আবিস্কারের সিইও ইবরাহীম কোব্বাদী, হুমায়ুন কবির শাবীব, আব্দুর রহমান বেতাগী, শামীম আল আরকাম, আব্দুর রহমান কোব্বাদি, মাসরুর তাশফীন জোটের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিল পুর্ব বক্তব্যে আলোচকরা ইসলামী সাংস্কৃতি জগতকে এগিয়ে নিতে সবাই সম্মিলিতভাবে জোড়ালো পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন সবাইকে।