প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০১৯, ৮:০১ অপরাহ্ণ
তারাও রোজা রাখেন, কিন্তু…

মাহদী হাসান (রিয়াদ) 'রোজা' শব্দটির মাঝে যেনো এক অদ্ভুত আকর্ষণ। আনন্দ-আমেজের ভাব। হিংসা-বিদ্বেষ, খুনখারাপি, সর্বোপরি সকল কলুষিত জিনিসকে যেনো নিজের জীবন থেকে চিরদিনের মতো দূরে ঠেলে দেওয়ার তাগিদ দিচ্ছে শব্দটি! পুরো মুসলিম জাহান আনন্দে বুক ভাসায় এই মাসে। গভীর রাতে মেতেউঠে তারা প্রভুর প্রেম সাগরে ডুব দিতে। কেউবা আবার নিজের সবটুকু আবেগ বিসর্জন দিয়ে মায়াবী সুরের ক্রন্দনে মুখরিত করেন এই জগৎটাকে। রাজি করান তার মহান সৃষ্টিকর্তাকে।
পুরো বছরের মধ্যে এই মাসকেই সবচে বেশি গুরুত্ব দিয়ে থাকি আমরা। প্রতিজন মানুষ চায় তার শেষ সম্বল দিয়ে হলেও, গুনগত মানের সাহেরি এবং ইফতারের আয়োজন করতে। কিন্তু আমরা ক'জনে ভাবি তাদের কথা, যারা সেহেরির সন্ধানে ভোর রাতে ময়লা জমানোর ডাস্টবিনে নজর ফেলে! কিংবা বড় হোটেলের জানাল নিচে, নতুবা আমার/আপনার গেইটের সামনে! কোন দিন কী ভেবেছি তাদের কথা? তাদের ও ইচ্ছে হয় অন্তত এই মাসে হলেও তৃপ্তি ভরে খেতে। কিন্তু পারে না,তারা যে মানুষ নয়! টোকাই তারা। টোকিয়ে খাওয়াটা যেনো তাদের পেশায় পরিণত হয়েছে। তা-ও আবার কাকের খাবার! কুকুরের খাবার! আফসোস.......!!!
আসুন,ভালোবাসার মাসে, আশেপাশে একটু বিলিয়ে দিই ভালোবাসা,ক্ষতি কিসের। সুবিধাবঞ্চিতদের মুখে ফুটুক এবার হাসি, সম্মিলিত কণ্ঠে আসুক না আওয়াজ ; মানব, তোমাকেই ভালোবাসি।
Copyright © 2025 Samakaler Kontho. All rights reserved.