
ঝিনাইদহ সদর উপজেলার দুর্গা নারায়ণপুর পুটিয়া গ্রামে ডোবার পানিতে পড়ে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৬ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা (৫) খাতুন ওই গ্রামের বাবলু জোরদারের মেয়ে ও তার চাচাতো বোন বজলু রহমানের মেয়ে মিম খাতুন (৪)।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় ফাতেমা ও মিম দুই বোন বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে তারা সবার অজান্তে পাশের ডোবার পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
জিআরএস/পাবলিক ভয়েস