প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৪:২২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০১৯, ১০:০৭ অপরাহ্ণ
পাবলিক ভয়েস সম্পাদক এক মাসের সফরে মধ্যপ্রাচ্য যাচ্ছেন

বিশিষ্ট লেখক গবেষক ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাবলিক ভয়েসের সম্পাদক মুফতী হাবিবুর রহমান মিছবাহ একমাসের সফরে আজ দুবাই যাচ্ছেন। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ১০:০০ মিনিটের এক ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করবেন।
দুবাইতে প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে তিনি বেশ কয়েকটি ইসলামী সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণ করবেন। দুবাইতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অতিথি হিসেবে যোগদান করার কথাও রয়েছে।
এ সফরে স্থানীয় বিজ্ঞ ও প্রথিতযশা আলেম ও ইসলামী ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করবেন। দুবাই সফর শেষে ২৭ মে থেকে ১০ জুন পর্যন্ত ওমান সফরে যাবেন এবং সেখানেও কয়েকটি ইসলামিক অনুষ্ঠান ও ঈদপূণর্মিলনীতে যোগদান করবেন। ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। এ ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ; কাতার, কুয়েত বাহরাইন সফর করার কথা রয়েছে তার।
দুবাই এবং ওমানের সফরসূচি:
দুবাই/আরব-আমিরাত সফর :
১৭ মে ২০১৯ থেকে ২৯ মে ২০১৯ পর্যন্ত আরব আমিরাত।
আরব আমিরাতে কোনদিন কোথায় প্রোগ্রাম রয়েছে জানতে যোগাযোগ-
হাফেজ নূর হোসাইন
ইমাম জারওয়ানী মসজিদ, দেরা, দুবাই- 0529743121
মাওলানা কাসেম ওসসানী, আজমান- 0557317155
মোস্তফা কামাল, শারজাহ- 0555571213
ওমান সফর :
২৯ মে ২০১৯ থেকে ১০ জুন ২০১৯ পর্যন্ত । ওমানে কোনদিন কোথায় প্রোগ্রাম রয়েছে জানতে যোগাযোগ-
মাওলানা মীর আহমাদ মীরু- +96899745820
মাওলানা মিজানুর রহমান- +96899127562
হাফেজ আলী আকবার, সালালাহ- +96892257649
সফরের সার্বিক মঙ্গল কামনায় দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনা করেছেন তিনি।
প্রসঙ্গত : মুফতী হাবিবুর রহমান মিছবাহ একজন সুবক্তা ও ইসলামী আলোচক। তিনি ইতিপূর্বেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তথা দুবাই, কাতার, ওমান, কুয়েত, সৌদি আরব সফর করেছেন। মালয়েশিয়াতে ইসলামী প্রোগ্রামেও তিনি অংশ নিয়েছেন।
Copyright © 2025 Samakaler Kontho. All rights reserved.