নিজস্ব প্রতিনিধি: অগ্রসরমান সিএন্ডএফ এজেন্টদের সংগঠন সম্মিলিত ঐক্যজোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মে) চট্টগ্রাম নগরীর হল টুয়েন্টিফোরে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন আহবায়ক একরামুল হক মামুন। সদস্য সচিব রকিবুল আমিন ভূঁইয়া, সাইদুজ্জামান খান। এ ইফতার মাহফিলে সভাপতিত্ত্ব করেন মো. সিরাজুল মনোয়ার।
আহবায়ক একরামুল হক মামুন বলেন, এটা সম্মিলিত ঐক্যজোটের প্রথম ইফতার মাহফিল। আজকের অনুষ্ঠানে চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস সদস্যদের উপস্থিতি আমাদেরকে খুবই মুগ্ধ ও উৎফুল্ল করেছে। আমাদের প্রত্যাশার চেয়েও বেশি সদস্যের উপস্থিতি আমাদের ভবিষ্যত কর্মকাণ্ডে অনুপ্রাণিত করবে।
সদস্য সচিব রকিবুল আমিন ভূঁইয়া বলেন, সম্মিলিত ঐক্যজোটের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে যারা এ আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতেও এ সহযোগিতা অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে রমযানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন ডক্টর মাওলানা জালাল উদ্দিন আল আযহারী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কমিশনার অব কাস্টমস কাজী মুস্তাফিজুর রহমান, বণ্ড কমিশনার আজিজুর রহমান, খন্দকার লতিফুর রহমান আজিম,আফসার উদ্দীন, মোও সাইফ উদ্দিন, আবু সালেহ, মো. নুর মোহাম্মদ, সদস্য আরাফাত উল্লাহ শিপন,এনামুল কবির বাচ্চু,এস এম ফরিদুল আলম,শওকত আকবর, মো. মনিরুজ্জামান প্রমুখ।
আইএ/পাবলিক ভয়েস