"সম্প্রীতি বাংলাদেশ" নামে একটা এনজিও খুলে বিদেশী টাকা মারার ধান্দায় এসব করে যাচ্ছো তুমি। মুসলমানদের হিংসা করলে টাকা পাওয়া যায় বুঝি! আমি একজন মুসলমান। অন্য কোন ধর্মের অভ্যন্তরীণ রীতিনীতি ও আচার নিয়ে সমালোচনা করা আমার কাজ না। এটা অনধিকার চর্চা বলে মনে করি।
তুমি একজন নন-মুসলিম। মালাউন বা হিন্দু। তোমার কোন অধিকার নেই আল্লাহর বিধান ও রাসুল (সঃ)'র সুন্নাত নিয়ে কথা বলার! তোমার অনেক স্পর্ধা। আমাদের প্রিয় নবীজী (সা.)'র সুন্নাত পালনকারীর সংখ্যা এ দেশে লাখো কোটি। কয়েকটা জঙ্গি চিনাতে তুমি সকল মুসলমানদের অনুভূতিতে আঘাত হেনেছো। আমাদের কলিজায় ষড় বিদ্ধ করেছো।
বলবা, জঙ্গিরা 'সালন' তৈরীতে হলুদ গুঁড়া দেয়। মুসলমানরাও হলুদ গুঁড়া দেয় অর্থাৎ তরকারীতে যারা হলুদের গুঁড়া দেয়, তাদের মাঝে তাহলে জঙ্গির নমুনা দৃশ্যমান। সুতরাং সে জঙ্গি হতে পারে।
বলবা, মুসলমানরা খুব পিঁয়াজ খায়। জঙ্গিরাও খায়। সুতরাং সকল মুসলমান জঙ্গি। যুক্তিবিদ্যা তাই বলে। আর হিন্দুরা পিঁয়াজ খায় না সুতরাং হিন্দুদের মাঝে জঙ্গি নাই। আসলে তোমরা হলে বড় জঙ্গি। ফ্রিজে রাখা খাশির গোশতকে গরুর গোশত বলে গৃহকর্তাকে তোমরা মেরে ফেলো নি?
গরু জবাই করার অপরাধে মুসলমানকে তোমরা জ্যান্ত পিটিয়ে মারোনি? যা এখনো অব্যাহত আছে। আর তোমরা এখানে বসে শেখ হাসিনার বদান্যতার সুযোগ নিয়ে এসিওয়ালা হল ঘরে বসে জঙ্গির সংজ্ঞা বানাও! তোমাগো ঐ সব হাবিজাবি গবেষণা আর রেডিক্যাল ইনডিকেটরকে আমরা পুঁচি না।
তোমার কোন অধিকার নাই, মুসলমানদের জীবনাচরনের কোন বিষয়কে জঙ্গি ভাবনার সাথে মিশানো।
আগেও বলেছি, জঙ্গিরা জঙ্গি। এদের কোন ধর্ম নাই। তাদের নীতি আদর্শের সাথে প্রকৃত মুসলমানদের কোন সম্পৃক্ততা নাই। তুমি কেন ওদেরকে মুসলমানদের সাথে সম্পর্ক গড়াতে চাও? অপরাধী তার আত্মপক্ষের নিরাপত্তার জন্য অনেক কিছু করে। সে যদি টাকনুর উপরে কাপড় পরে, তাহলেই যে সাচ্চা মুসলমান এটা তোমাকে কে বলেছে? সে তো যাস্ট নিজের স্বার্থে ওটা করেছে।
আর দেশের লক্ষ লক্ষ কোটি মানুষ এমন সুন্নাত মানেন, আল্লাহ ও রাসূল সঃ প্রদত্ত দ্বীনের অনুসরন করতে। প্রত্যেকেই কি তাহলে তোমার ইনডিকেটর অনুযায়ী জঙ্গিপনায় জড়িত?
তোমার দূঃসাহস দেখে আশ্চর্য, বিরক্ত ও অনেক ক্ষুব্ধ হচ্ছি। তুমি একটা চোর। দু'তিন বছর আগেও তোমার বিরুদ্ধে চুরির মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন। তুমি কিনা বলো, ন্যায়নীতি-সম্প
চোর বাটপাররা আজকাল নীতির ওয়াজ শুনায়।
তুমি একটি চরিত্রহীন। নাটকে যারা কাজ করে, অধিকাংশই তো লম্পট, মদখোর ও মাগিবাজ। কয়েক বছর আগেও তো তুমি নট-নটিগো লগে লটরপটর করেছো, আর তুমি এসেছো জাতিরে নীতি কথা শোনাতে?
তুমি একজন কাফের, একজন সাম্প্রদায়িক। অন্য ধর্মকে হেয় করার দায়ে তুমি অভিযুক্ত। কাফেরগো পরিনতি কি হয়েছে, তাতো জেনেছি, রাসুলের সীরাত পড়ে। আখেরে কি হবে তাও কুরআন হাদীসে পরিষ্কার বলা আছে।
কাফেররা আজকাল মুসলমানদের ডিকটেশন দেয়! তবে এখন তোমাকে কি করা হবে পারে? সেটার একটা আভাস নিতে পারো। আজকাল গো পোলাপানগো বিশ্বাস করতে নেই যে!
না, না! ওটা না। আপাদত তোমার 'কান'টা কেটে দিতে পারে!