নিউজিল্যান্ডের ক্রাইটচার্চে অবস্থিত আল-নূর মসজিদে নৃশংস সন্ত্রাসী হামলার তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে অনলাইনে সন্ত্রাসী ঘটনার প্রচার বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার ( ১৩ মে) থেকে ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় সংঘটিত সেই হামলার তদন্ত শুরু করতে যাচ্ছে দেশটি। খবর রয়টার্সের।
এর আগে দুইবার হামলার তদন্তের কথা বললেও তা সফলতার মুখ দেখেনি। তবে এবার নিউজিল্যান্ডের ‘রয়্যাল কমিশন’কে এ তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। নিউজিল্যান্ডের আইন অনুযায়ী ‘রয়্যাল কমিশন’ কোনো বিষয়ে সর্বোচ্চ পর্যায়ের স্বাধীন তদন্ত করে থাকে।
গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় দুটি মসজিদে ব্রেন্টন টেরেন্ট নামে এক অস্ট্রেলীয় বর্ণবাদী শ্বেতাঙ্গ সন্ত্রাসী হামলা চালায়। এতে ৫১ জন নিহত হন। আহত হন আরও কয়েকজন। হামলাকারী এ সময় তার চালানো হত্যাযজ্ঞ ফেসবুক লাইভে সরাসরি প্রচার করেন।
ওই শ্বেতাঙ্গ সন্ত্রাসীর আন্তর্জাতিক যোগাযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিচরণসহ তার সব কর্মকাণ্ড তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে নিউজিল্যান্ডের ‘রয়্যাল কমিশন’। জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর কমিশন তার তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে।
আইএ/পাবলিক ভয়েস