পাবলিক ভয়েস: জ্ঞানের অনুসন্ধানে রুপসী নওগাঁ কুইজ প্রতিযোগিতা পর্ব-৭ এর পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ও একইসঙ্গে রুপসী পেইজের প্রধান এডমিন খালেদ বিন ফিরোজের জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। রুপসী নওগাঁ, নওগাঁ মাত্রায় নওগাঁর প্রতিচ্ছবি এর এডমিন পরিবারের আয়োজনে গতকাল শনিবার বিকেলে জেলা পরিষদ পার্ক নওগাঁ তে এ পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল করা হয়।
রুপসী নওগাঁ পেইজের সিনিয়র এডমিন সুশীল দাসের সভাপতিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন রিফাত হোসাইন সবুজ Chief Program Producer And Senior Reporter Borendro Radio Naogaon ও নাজমুল হোসাইন CEO NS Distribushan Manda And NS Sporting Club Manda।
উক্ত পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল পরিচালনা করেন পেইজের প্রধান এডমিন মোঃ খালেদ বিন ফিরোজ।
রুপসী নওগাঁ পরিবারের সদস্যের হতে জানা গেছে আমাদের পেইজের দ্বারা নওগাঁকে বিশ্বের কাছে আকর্ষণীয় করে তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য। এবং ইনশাআল্লাহ রুপসী নওগাঁ এডমিন পরিবার নওগাঁ জেলায় সেচ্ছাসেবক সংগঠন হিসেবে কাজ করবে।
এইসময় এডমিনদের ভেতর উপস্থিত ছিলেন মোঃ জাহিদ হাসান সাদ্দাম, মোঃ নাসিবুল হাসান রাফি, সরদার ওমর ফারুক, নিরব আমিনুল, নাঈম হাসান।